সীতাকুণ্ড থেকে ১৯ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট এলাকায় অভিযান পরিচালনা করে ১৯ মামলার পলাতক আসামি মো. আমির হোসেন প্রকাশ জীবনকে (২৯) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৭)।

- Advertisement -

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আসামির অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তার জীবন চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ বড় পুকুর পাড় এলাকার বাসিন্দা মো. আবুল হোসেনের ছেলে।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তার জীবনের বিরুদ্ধে জেলা এবং নগরীর বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা এবং ডাকাতিসহ সর্বমোট ১৯টি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ৮ বছর ধরে সে পলাতক ছিলেন।

- Advertisement -islamibank

বুধবার সন্ধ্যায় তাকে সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানালেন র‌্যাবের এ কর্মকর্তা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM