মা হয়েছেন ভারতীয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। পুত্রসন্তানের জন্ম দেন তিনি। দেবলীনা-শানাওয়াজ দম্পতির প্রথম সন্তান এটি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই তাঁর ভক্তদের সঙ্গে সুখবরটি শেয়ার করেছেন।
অভিনেত্রী একটি ছোট ভিডিও ক্লিপ শেয়ার করে তুলে ধরেছেন আনন্দের মুহূর্ত। দেবলীনা এবং তাঁর স্বামী শানওয়াজ় শেখকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।
ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের জীবনের সবচেয়ে আনন্দের সঙ্গী, আমাদের সন্তান পৃথিবীতে এসেছে। আমরা আনন্দে আত্মহারা।’
গত ১৫ অগাস্ট একটি পোস্টে দেবলীনা তাঁর প্রেগন্যান্সির কথা জানান। অভিনেত্রী তাঁর জিম প্রশিক্ষক শানওয়াজ় শেখকে ২০২২ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন। ভিনধর্মে বিয়ে নিয়ে চর্চাও হয়েছে প্রচুর।
বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’র ১৫তম আসরের আলোচিত প্রতিযোগী ছিলেন দেবলীনা।
স্টার প্লাসের ‘সাথ নিভানা সাথিয়া’ সিরিয়ালে গোপী চরিত্রে অভিনয় করে দর্শক মহলে তুমুল জনপ্রিয়তা পান এই অভিনেত্রী।
জেএন/পিআর