ধেয়ে আসছে ঘূর্ণিঝড় পাবুক। এর প্রভাবে ইন্দোনেশিয়া ও তার পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক বৃষ্টি হয়েছে। এই মুহূর্তে দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে পাবুক। পোর্ট ব্লেয়ার থেকে ১৫০০ কি.মি. দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি।
শনিবার (৫ জানুয়ারি) দুপুরে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে তা আছড়ে পড়ার সম্ভাবনা আন্দামান দ্বীপে। এর প্রভাবে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। তাই আন্দামানে বেড়াতে আসা পর্যটকদের জন্য জারি হয়েছে সর্তকর্তা। এরপর তা এগোবে উত্তর-উত্তর পশ্চিম মিয়ানমারের দিকে। ৭ থেকে ৮ জানুয়ারির দিকে ক্রমে তা দূর্বল হয়ে পড়বে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল হতে পারে সমুদ্র। এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে ভারতের দক্ষিণবঙ্গে। বাড়তে পারে তাপমাত্রা।