জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড গড়ে জিতল আফগানিস্তান

খেলাধুলা ডেস্ক :

নিজেদের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় জয়ের কীর্তি গড়েছে আফগানিস্তান। জিম্বাবুয়েকে দ্বিতীয় ওয়ানডেতে ৫৪ রানে অলআউট করে তারা রেকর্ড গড়া এই জয় পেয়েছে।

- Advertisement -

আফগানিস্তান জিতেছে ২৩২ রানের ব্যবধানে। রানের হিসেবে এটি তাদের সবচেয়ে বড় জয়। আগেরটি ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭৭ রানে।

- Advertisement -google news follower

প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। তাই তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে সফরকারীরা।

হারারেতে ব্যাট হাতে বড় স্কোরের ভিত গড়ে দেন মূলত দুই আফগান ওপেনার সেদিকুল্লাহ অটল ও আব্দুল মালিক। উদ্বোধনী জুটিতেই তারা যোগ করেছেন ১৯১!

- Advertisement -islamibank

মালিক ১০১ বলে ৮৪ রানে ফিরলেও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন সেদিকুল্লাহ। ম্যাচসেরাও তিনি। ফেরার আগে করেছেন ১০৪ রান। তার ১২৮ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ৪টি ছয়। মালিকের ১০১ বলের ইনিংসে ছিল ১১টি চার ও ১টি ছয়। তাতেই স্কোরটা ৬ উইকেটে ২৮৬ রান পর্যন্ত গেছে।

শেষ দিকে অধিনায়ক হাশমতউল্লাহ শহীদী ৩০ বলে অপরাজিত ২৯ আর মোহাম্মদ নবী ১৬ বলে ১৮ রান করেছেন। জিম্বাবুয়ের হয়ে ৫৩ রানে ৩ উইকেট নিয়েছেন নিউম্যান নিয়ামহুরি। দুটি নিয়েছেন ট্রেভর গুয়ান্ডু।

তার পর আফগান বোলিং তোপে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে। ১৭.৫ ওভারে ৫৪ রানে গুটিয়ে গেছে।

৩.৫ ওভারে ৯ রানে তিনটি উইকেট নিয়েছেন গজনফর। ১৩ রানে ৩টি নিয়েছেন নাভিদ জাদরানও। তাছাড়া ১৫ রানে দুটি উইকেট নিয়েছেন ফজল হক ফারুকি। ১৭ রানে একটি নিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM