নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সব জয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ, একমাত্র হার ছিল ভারতের কাছে।
সেই দলটিকেই শিরোপার লড়াইয়ে পেলেও প্রতিশোধ নিতে পারলো না। আরেকটি ব্যাটিং বিপর্যয়ের শিকার হলো তারা। ভারত ৪১ রানে জিতে হয়েছে চ্যাম্পিয়ন। ব্যাটিং ব্যর্থতায় শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের।
কুয়ালালামপুরে রবিবার আগে ব্যাটিংয়ে নেমে ভারত ৭ উইকেটে ১১৭ রান করে। ফারজানা ইয়াসমিন চার উইকেট নিয়ে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার। কিন্তু ব্যাটাররা দায়িত্ব নিতে পারলেন না। ১৮.৩ ওভারে ৭৬ রানে অলআউট বাংলাদেশ।
ভারতের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন গঙ্গাদি তৃষা। ফারজানার তোপের মুখে পড়ার মাঝেও তার এই রানই গড়ে দেয় পার্থক্য।
এছাড়া ১৭ রান করেন মিথিলা বিনোদ। আর কেবল দুই অঙ্কের ঘরে রান করেন নিকি প্রসাদ (১২) ও আয়ুশি শুক্লা (১০)।
লক্ষ্যে নেমে টপ অর্ডার ছাড়া আর কেউ তেমন অবদান রাখতে পারেননি। ৮ রানে ওপেনিং জুটি ভাঙার পর সুমাইয়া আক্তারকে নিয়ে ১৬ ও জুয়াইরা ফেরদৌসের সঙ্গে ২০ রানের জুটি গড়েন ফাহমিদা ছোয়া।
তিনি ১৮ রানে আউট হতেই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। সর্বোচ্চ ২২ রান করেন জুয়াইরা। এই দুজন ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে রান করেন।
ভারতের পক্ষে আয়ুশি সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি করে উইকেট পান পারুনিকা সিসোদিয়া ও সোনাম যাদব।
জেএন/পিআর