প্রবাসী তোতা হত্যা: ২১ বছর পর ধরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়েরকৃত চাঞ্চল্যকর প্রবাসী নেছার আহমেদ তোতা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে দীর্ঘ ২১ বছর পর গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র‌্যাব-৭।

- Advertisement -

গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাঙ্গুনিয়া থানাধীন রানীরহাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির নাম জংগু (৪০)। সে ফটিকছড়ি উপজেলার শাহনগর এলাকার খায়ের আহমদের ছেলে।

- Advertisement -google news follower

র‌্যাব জানায়, গত ২০০৩ সালে দুবাই থেকে দেশে ফেরত আসেন। নেছার আহমেদ তোতার নিকট থেকে একই এলাকার বাসিন্দা এজাহার মিয়া অনেক দিন পূর্বে পাঁচ হাজার টাকা ধার নেয়।

তোতা দেশে এসে এজাহার মিয়াকে ধারের টাকার জন্য চাপ প্রয়োগ করলে শত্রুতা শুরু হয়। ২০০৩ সালের ১ নভেম্বর প্রবাসী নেছার আহমেদ তোতাকে ঘর থেকে তুলে নেয় সন্ত্রাসীরা।

- Advertisement -islamibank

পরদিন ২ নভেম্বর উপজেলার দক্ষিণ রাঙামাটিয়া থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী মোর্শেদা আক্তার বাদী হয়ে ফটিকছড়ি থানায় ১০ জনকে আসামি করে মামলা করেন।

র‌্যাব আরও জানায়, পুলিশ প্রতিবেদন ও মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ২০২১ সালের ৮ মার্চ জংগুসহ ৯ জনকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।

এর পর থেকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে গ্রেফতার এড়াতে জংগু আত্মগোপনে চলে যায়। সোমবার রাঙ্গুনিয়ার রানীরহাট এলাকা থেকে জংগুকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফটিকছড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM