চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় দেশিয় তৈরি অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘবদ্ধ একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবরে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে পুলিশ।
গতকাল সোমবার রাত ২টার দিকে আকবর শাহ থানাধীন মিরপুর আবাসিক বড় গ্যাস লাইন এলাকার জঙ্গল ছলিমপুরের রাস্তায় অভিযানটি পরিচালনা করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের কয়েকজন সদস্য পালাতে সক্ষম হলেও ধরা পড়ে চক্রটির ৫ সদস্য।
তাদের হেফাজত থেকে শটগানের ৭ রাউন্ড কার্তুজ, একটি স্টিলের চাইনিজ কুড়াল, দেশীয় তৈরি ছোরা ও অন্যান্য ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আব্দুল হামিদ (২৩), মো. রবিউল ইসলাম (২৮), মো. ইউসুফ (২৫), গোলাম রব্বানী (২৫) ও মো. সুমন (৩৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাতক কয়েকজনের নাম জানতে পারে পুলিশ। তারা হলো-মো. এরশাদ হোসেন প্রকাশ এরশাদ (৩৫), মো. তারেক আকবর (২০), মো. সম্রাট (২০) ও মো. খোকন (২৮)।
এসব তথ্য নিশ্চিত করে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোজিনা খাতুন জানান, গ্রেপ্তারকৃত ৫জন এবং পলাতকরা সংঘবদ্ধ হয়ে পারস্পরিক যোগসাজশে দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাই করে আসছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আকবরশাহ থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জেএন/পিআর