চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চোর সন্দেহ গণপিটুনিতে মো. রুবেল (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ইসলামিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুবেল চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে এবং সে পেশায় অটোরিকশা চালক বলে জানা গেছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে টিম রাঙ্গুনিয়া।
পরে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
জেএন/পিআর