চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বেশ কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় ৯ জন পুরুষ ও চার নারীসহ ১৩ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) থানার বহদ্দারহাট এলাকার আবাসিক হোটেল গুলজার, নিরিবিলি ও পপুলার হোটেলে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
অসামাজিক কার্যকলাপের অভিযোগে মহানগর অধ্যাদেশ আইনের ৭৬ ধারার অপরাধে একই আইনের ১০৩ ধারায় এসব নারী-পুরুষকে আটক করা হয়েছে জানালেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেএন/পিআর