কমলাপুরে ডিসপ্লেতে হঠাৎ নীল ছবি, পাথর ছুড়ে মনিটর ভাঙলেন যাত্রী

অনলাইন ডেস্ক

বিতর্ক পিছু ছাড়ছে না রাজধানীর কমলাপুর রেলস্টেশনের। দুই মাস আগে প্রবেশপথের মনিটরে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্ক্রল চলার পর এবার অনুসন্ধান কাউন্টারের ওপরের মনিটরে নীল ছবি বা অশ্লীল ভিডিও চলার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক স্টেশনে উপস্থিত যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। অবশ্য বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

- Advertisement -

গত ২৭ ডিসেম্বর (শুক্রবার) মধ্যরাতে এমন ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

কমলাপুর স্টেশন সূত্র বলছে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে হঠাৎ করে অনুসন্ধান কাউন্টারের ওপরের মনিটরে অশ্লীল ভিডিও চলতে শুরু করে। এতে সেখানে থাকা যাত্রী ও অন্যান্যরা বিব্রত হয়ে পড়েন। উপস্থিত লোকজন মনিটরটি বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে এক যাত্রী পাথর ছুড়ে মনিটরটি ভেঙে ফেলেন।

অবশ্য এই ঘটনার কারণ জানতে দ্রুত তদন্তে নেমেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঢাকা রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ জানান, ঘটনার কারণ উদঘাটনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

- Advertisement -islamibank

মহিউদ্দিন আরিফ বলেন, আগে একবার স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ ভেসে উঠেছিল, যার পর থেকে ওই ডিসপ্লে বোর্ড সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রাখা হয়েছিল। এবার যে স্ক্রিনে এই বিব্রতকর ভিডিও দেখানো হয়েছে, সেটি মূলত সময়সূচি প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। এটি সহজ ভিনসেন্ট কোম্পানির তৈরি। আমরা ইতোমধ্যে তাদের চিঠি দিয়েছি, যাতে ডিসপ্লেতে কোনো অননুমোদিত কিছু না আসে। তবে এত সুরক্ষার পরও এমন কিছু কীভাবে হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর কমলাপুর রেলস্টেশনের প্রবেশপথের মনিটরে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্ক্রল উঠেছিল। সেই ঘটনার পর ডিসপ্লে বন্ধ রাখা হয়েছিল। গত ১৪ ডিসেম্বর খুলনা রেলস্টেশনে ‘শেখ হাসিনা আবার ফিরে আসবে’ এমন লেখা প্রদর্শিত হয়েছিল।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM