বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন যেকোনো অশুভ শক্তি বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিএনপিকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। বিএনপিকে সাংগঠনিক শক্তিতে বলিয়ান হতে হবে। এদেশে সাম্প্রদায়িকতার কোন স্থান হবে না উগ্রবাদের কোন স্থান হবে না।
আজ সোমবার দুপুরে নগরীর একটি রেস্তোরায় চট্টগ্রাম মহানগর বিএনপি সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জীবনের সকল কর্ম জনকল্যাণে ব্যয় করেছেন জানিয়ে সাবেক মন্ত্রী বলেন গণতন্ত্র না থাকলে সকল কার্যক্রম অর্থহীন হয়ে পড়বে।গণতন্ত্র রক্ষা করতে হবে। কথায় এবং কাজে মিল থাকতে হবে ঐক্য ঐক্য ঐক্যের বিকল্প নেই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
সভায় উদ্বোধনী বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আহাম্মদ আজম খান বলেন তৃণমূল থেকে ইউনিট ওয়ার্ড থানা পর্যায়ে সম্মেলন করার পরে মহানগর সম্মেলন করা হবে দলের প্রতিটি স্তরে গণতন্ত্রের চর্চা করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের নেতা তারেক রহমান কাজ করে যাচ্ছেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ বিএনপির শ্রম ও বিষয়ক সম্পাদক এ এম নাজিমুদ্দিন কেন্দ্রীয় সদস্য শামসুল আলম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাসেম বক্কর।
জেএন/এমআর