সড়ক দুর্ঘটনা/রাঙ্গুনিয়া-মিরসরাইয়ে নিহত ২

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী ভূমি অফিসের সামনে এবং মিরসরাই উপজেলার আরশি নগর ফিউচার পার্কের সামনে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু ও ৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ৩টার মধ্যে দুর্ঘটনাগুলো ঘটে।

- Advertisement -

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার ইছাখালী ভূমি অফিসের সামনে ইট বোঝাই একটি ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

- Advertisement -google news follower

এতে কিরণ দে (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। কিরণ দে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও মোহরা এলাকার অতুল দে’র ছেলে। একই ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন আহত হয়। তারা হলেন নিহত কিরণ দে’র স্ত্রী অঞ্জনা দে (৪৫), ছেলে অনিক দে (১৮), মেয়ে রুবি দে (৭) এবং সিএনজি অটোরিকশাচালক মো. তারেক (৩০)।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অঞ্জনা দের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

- Advertisement -islamibank

এদিকে খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে জানালেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম। বলেন, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পৃথক অপর ঘটনাটি ঘটে দুপুর ৩টার দিকে ঢাকা-চট্টগ্রামের আরশি নগর ফিউচার পার্কের সামনে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দ্রুতগতিতে আসা দুজন আরোহীসহ নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রাকের নিচে ঢুকে যায়।

মুহূর্তে দুমড়ে-মুচড়ে গিয়ে বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে আরোহীরা। ঘটনাস্থলেই মারা যায় মো. নইমুল হোসাইন (২৪) নামে এক তরুণ। মো. আজিজ (৫৬) নামের একজন আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত নইমুল উপজেলার সিনকীর হাট এলাকার দারুল বক্স ভূঁইয়া বাড়ির তোফাজ্জেল হোসেনের ছেলে। সে নিজামপুর কলেজের অনার্স ২য় বর্ষের অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশের টিম গেছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM