বিপিএলের টিকিট কালোবাজারি, অভিযুক্ত বিসিবির কার্ডধারী কর্মীরা!

অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বর্তমানে সিলেটপর্বের খেলা চলছে। যেখানে কালোবাজারির মাধ্যমে টিকিট বিক্রির অভিযোগ উঠেছে বিসিবির কার্ডধারী নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে। যাদের সুবাদে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বাইরেই মিলছে গ্র‍্যান্ড স্ট্যান্ডের (ভিআইপি) আসন। দেড়–দুই হাজার টাকা দিলে যে কাউকে বিসিবির গাড়িতে করে স্টেডিয়ামের ভেতরে নিয়ে গ্র‍্যান্ড স্ট্যান্ডের গ্যালারিতে বসিয়ে দেওয়া হচ্ছে!

- Advertisement -

বিসিবির কার্ডধারী নিরাপত্তাকর্মীদের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন খেলা দেখতে আসা অন্যান্য ক্রিকেটভক্তরা। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেইটের পাশে এনাম নামে এক নিরাপত্তাকর্মীকে হাতেনাতে ধরে জনতা ও গণমাধ্যম কর্মীরা। পরে স্টেডিয়ামে দায়িত্বরত অপর নিরাপত্তাকর্মীরা তাকে নিজেদের হেফাজতে নিয়ে যান।

- Advertisement -google news follower

দর্শক ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের মধ্যকার দিনের প্রথম ম্যাচে সিলেট স্টেডিয়ামের পাশে টিকিট কালোবাজারি চক্রের সদস্যরা দর-কষাকষি করতে দেখা যায়। এ সময় দর্শক পরিচয়ে এনাম নামে এক কর্মীর সঙ্গে কথা বলতে গেলে তিনি নিজেকে বিসিবির লোক পরিচয় দেন। একপর্যায়ে দুই হাজার টাকা দিলে ভিআইপি গ্যালারিতে বসিয়ে দেওয়ার কথা জানান তিনি। পরে সাংবাদিক পরিচয় জানার পর মুহূর্তেই তিনি সব অস্বীকার করতে থাকেন। এরপর উত্তেজিত দর্শকদের একটি অংশ তাকে ধরে উর্ধ্বতন ব্যক্তিদের কাছে হস্তান্তর করে।

অন্যদিকে, নিয়মতান্ত্রিকভাবে টিকিট পেতে লম্বা লাইন ধরতে হয় সমর্থকদের। একই সময়ে কালোবাজারি চলছে জেনে ক্ষুব্ধ এক সমর্থক ও চিকিৎসক আফজাল আহমদ বলেন, কমদামের কোনো টিকিট পাইনি। পরে ২ হাজার টাকা করে টিকিট কিনেছি। সেখানে যদি বিসিবির কার্ডধারীরা এভাবে কালোবাজারি করে দর্শকদের মাঠে নিয়ে যায় তাহলে আমরা কেন লাইনে দাঁড়িয়ে টিকিট কিনলাম। পরে এসব প্রতারকদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

- Advertisement -islamibank

টিকিট নিয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার ব্যাপারে জানতে চাইলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিনিয়র সিকিউরিটি কো-অর্ডিনেটর আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী বলেন, এনাম ঢাকা থেকে এসেছিল। ঘটনাটি জানতে পেরে আমরা সঙ্গে সঙ্গে তার আইডি কার্ড জব্দ করেছি। সেই সঙ্গে ঢাকায়ও বিষয়টি জানানো হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা ঢাকা থেকে গ্রহণ করা হবে। কারণ কার্ড সেখান থেকে ইস্যু হয়েছিল।

প্রসঙ্গত, চলমান বিপিএলের শুরুর দিকে ঢাকায় টিকিটের অনিয়ম নিয়ে অনেক সমালোচনা হয়েছি। টিকিট না পেয়ে উত্তেজিত সমর্থকরা একাধিকবার বুথ ভাংচুর ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে এবার। তবে টিকিট কালোবাজারির বিষয় সিলেটেই প্রথম প্রকাশ্যে এলো। বিপিএলের সিলেটপর্বে গ্র্যান্ডস্ট্যান্ড টিকিটের সর্বোচ্চ দাম ২০০০ টাকা। এ ছাড়া জিরো ওয়েস্ট জোন– ৬০০, ক্লাব হাউজ– ৫০০, পূর্ব গ্যালারি– ২৫০ এবং শহীদ আবু সাঈদ স্ট্যান্ড, পশ্চিম গ্যালারি ও গ্রিন হিল অ্যারিয়ার টিকিটমূল্য ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM