মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত ৩, একাধিক নিখোঁজ

অনলাইন ডেস্ক

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে তিন জন নিহত ও একজন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাঈম হোসেন (৩০) ও অদুদ বেপারী (৩৫)। তাদের বাড়ি গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া গ্রামে বলে জানা গেছে। অপর নিহতের নাম-পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

- Advertisement -

গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আলামিন জানান, রাতের অন্ধকারে ১০-১২ জন বহনকারী দ্রুতগতির একটি স্পিডবোটের সঙ্গে নদীতে নোঙর করে রাখা বাল্কহেডের সংঘর্ষে নাঈম হোসেন ও অদুদ বেপারী নামের দুইজন নিহত হয়েছে। পরে আরও একজন নিহত হয়েছেন।

- Advertisement -google news follower

তিনি আরও জানান, সংঘর্ষের সময় স্পিডবোটে থাকা কয়েকজন নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে পড়ে। রাতে ১টা পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি।

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার বলেন, দুর্ঘটনাকবলিত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়। বাকি একজনের অবস্থা গুরুতর। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM