হকার্স ও নূপুর মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল বহু দোকান

দেশজুড়ে ডেস্ক :

নোয়াখালীর জেলা শহর মাইজদীর হকার্স ও নূপুর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। শনিবার (১১ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

- Advertisement -

হকার্স মার্কেটের ব্যবসায়ীরা জানান, রাতে হঠাৎ হর্কাস মার্কেটে আগুনের ফুলকি দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।

- Advertisement -google news follower

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটসহ সেনাবাহিনী ও পুলিশের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে জেলার বিভিন্ন স্থানের ফায়ার সার্ভিসের আটটি ইউনিট রাত সাড়ে ১১টা থেকে পৌনে পাঁচ ঘণ্টা চেষ্টা করে রাত সোয়া চারটায় আগুন নিয়ন্ত্রণে আনে।

- Advertisement -islamibank

তিনি বলেন, আগুনে ১২টি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

তদন্ত করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। আশপাশে পানির সংকুলান না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

এদিকে আগুন লাগার খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শণ করে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগীতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM