বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু

দেশজুড়ে ডেস্ক :

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দার বাশাগাড়ি নামক স্থানে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। রোববার (১২ জানুয়ারি) সকাল আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রোববার সকাল আটটার দিকে নগরকান্দার বাশাগাড়ি নামক স্থানে কুষ্টিয়ার দিক থেকে আগত আরিফ মীম (ফরিদপুর ব ১১-০১৭২) পরিবহনের বাসটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

- Advertisement -google news follower

এ সময় ঘটনাস্থলেই আরিফ মীম পরিবহনের দুই যাত্রী নিহত হয় এবং ওই বাসে থাকা আরও অন্তত ৩০ যাত্রী আহত হয়।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

- Advertisement -islamibank

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করি। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া বাসের ভেতর অন্য কোনো যাত্রী রয়েছে কিনা সেগুলো তল্লাশি শেষে উদ্ধার কার্যক্রম শেষ করা হয়।

তিনি আরও জানান, ঘনকুয়াশা ও সড়কের পরিস্থিতি খারাপ থাকার কারণে এ ধরনের সড়ক দুর্ঘটনা ঘটছে।

এদিকে, সড়ক দুর্ঘটনার কারণে দুই পাশের সড়কে যানজট লেগে গেলে নগরকান্দা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ গিয়ে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM