জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছেন।
রোববার (৬ জানুয়ারি) বিকাল সোয়া ৪টায় রাজধানীর হোটেল আমারিতে এ বৈঠক শুরু হয়েছে।
বিএনপির কূটনৈতিক উইংয়ের এক সদস্য গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ভোটের অনিয়মের তথ্য-প্রমাণ শীর্ষ নেতারা কূটনীতিকদের অবহিত করবেন।
এর মধ্যে প্রশাসনের সহায়তায় ভোট জালিয়াতি, আগের রাতেই ব্যালটে নৌকা মার্কায় সিল মেরে রাখা, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের জাল ভোট দেওয়া, বিরোধী দলের এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়াসহ ভোটের পর সারাদেশে সহিংসতার সচিত্র প্রতিবেদন তুলে ধরবেন তারা।
বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, ফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী গোলাম মাওলা রনি, আফরোজা আব্বাস, কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা রয়েছেন।
কূটনীতিকদের মধ্যে সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি, জাপান, ইউএসএ, ইউকে, ফ্রান্স, মরক্কো, পাকিস্তান, নেপাল, নেদারল্যান্ডস, মালয়েশিয়া, স্পেনসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত আছেন।