নগরীর খুলশী থানাধীন রেলওয়ে পাহাড়তলী ওয়ার্কসপ গেট সংলগ্ন এলাকায় চোখে-মুখে স্কচটেপ প্যাচানো এবং হাত-পা বাঁধা অবস্থায় পড়ে ছিল অচেনা এক যুবকের মরদেহ।
স্থানীয়দের এমন খবরে রবিবার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঘটনাস্থলে ছুটে যান খুলশী থানা পুলিশের একটি টিম। সকাল সাড়ে ৯টার দিকে ঝাউতলা সেগুন বাগান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৫০ বছর।
খুলশী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
উপপরিদর্শক মো. বেলালসহ খুলশী থানার একটি টিম নিহত ব্যক্তির মৃত্যুর কারণ ও পরিচয় সনাক্তে কাজ করছে।
জেএন/পিআর