বাঁশখালীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

- Advertisement -

পুলিশ জানায়, রবিবার সকাল সাড়ে ৯টার সময় উপজেলার কাথরিয়া ইউপির চুনতী অলিশাহ মাজার সামনে অভিযান পরিচালনা করে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রমিজকে গ্রেপ্তার করতে সক্ষম হয় টিম বাঁশখালী।

- Advertisement -google news follower

একই দিনে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডে পুটখালী ব্রীজের দক্ষিণে পাশে অভিযান চালিয়ে এক হাজার ৫শ পিশ ইয়াবাসহ মাহাবুবুর রহিম প্রকাশ সোনা মিয়া (৫১) নামে অপর এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাহাবুব টেকনাফ হোয়াইক্যং ইউপির ৯নং ওয়ার্ডের মধ্যম হীলা কম্বনিয়া পাড়া হাসান মেম্বার বাড়ির রহমত উল্লাহর ছেলে।

- Advertisement -islamibank

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ইয়াবাসহ গ্রেপ্তার মাদক কারবারি মাহাবুবের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করে এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামি রমিজকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM