চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন রেলওয়ে পাহাড়তলী ওয়ার্কসপ গেট সংলগ্ন এলাকায় চোখে-মুখে স্কচটেপ প্যাচানো এবং হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় পাওয়া গেছে।
রবিবার (১২ জানুয়ারি) সকালে মরদেহ উদ্ধারের পর থেকে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মাধ্যমে জানতে পেরে বিকালে থানায় এসে লাশ সনাক্ত করে নিহতের পরিবার।
নিহত ব্যক্তি পেশায় একজন রিকশা চালক। তার নাম আবদুর রহিম বাবুল (৫২)। তিনি বাঁশখালী উপজেলার চাঁনপুর গ্রামের মৃত বাঁচা মিয়ার ছেলে।
মৃত বাবুলের স্ত্রী জানান, তারা পরিবার নিয়ে চট্টগ্রাম শহরেই বসবাস করতেন। বাবুল রিকশা চালাতেন আর আমি ছোট একটি টেইলার্সের দোকান করতাম। গতকাল শনিবার রাতে বাবুল রিকশা নিয়ে বের হয়ে আর ঠিরে আসেনি।
রবিবার বিকেলে সামাজিক যোগাযোগ ও বিভিন্ন গণমাধ্যমে আমার স্বামীর মরদেহের ছবি দেখে খুলশী থানায় এসে লাশ শনাক্ত করি।
ঘটনাটির তদন্ত কর্মকর্তা খুলশী থানার এসআই মো. বেলাল লাশের পরিচয় সনাক্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনদের তথ্যের সূত্র ধরে রিকশাটি খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
তাছাড়া বাবুলকে কি কারণে হত্যা করা হয়েছে এবং অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য মাঠে কাজ করছে পুলিশের টিম।
এর আগে স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে খুলশী থানাধীন ঝাউতলা সেগুন বাগান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
জেএন/পিআর