বাফুফে নির্বাহী কমিটির সভা বাফুফে ভবনেই হয়ে থাকে। বাফুফের নতুন কমিটি পরবর্তী দুই সভা দুই জেলা শহরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল। ২৪ জানুয়ারি চট্টগ্রামে বাফুফের তৃতীয় নির্বাহী সভা হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না।
বাফুফের অন্যতম সহ সভাপতি ফাহাদ করিমের বাড়ি চট্টগ্রাম। তৃতীয় নির্বাহী সভার ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছিলেন স্ব-উদ্যোগেই। ২৪ জানুয়ারি সভা চট্টগ্রামে হচ্ছে না– সেটি নিশ্চিত করে তিনি বলেন, ‘আমাদের সভাপতি একটি বিশেষ সফরে দেশের বাইরে রয়েছেন। তার পরামর্শক্রমেই নির্বাহী সভা চট্টগ্রামে না হওয়ার সিদ্ধান্ত হয়েছে সম্প্রতি।’
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে রয়েছেন। বাফুফে সভাপতিও খালেদা জিয়ার সফরসঙ্গী হয়েছেন। লন্ডন থেকে তাবিথের ফেরার বিষয়টি এখনো নিশ্চিত না হওয়ায় মূলত চট্টগ্রামে সভা বাতিল হয়েছে।
বছর সাতেক আগে চট্টগ্রামে বাফুফে একটি বার্ষিক সাধারণ সভার আয়োজন করেছিল। এবার নির্বাহী সভা হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ভেস্তে গেল। চট্টগ্রামে মিটিং না হলেও এ মাসেই নির্বাহী সভা অনুষ্ঠিত হবে। ‘আমরা শিগগিরই নির্বাহী সভায় বসব। সেখানে কয়েকটি বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব’, বলেন বাফুফের এই সহ-সভাপতি। এ সপ্তাহের মধ্যে সভার দিনক্ষণ ঠিক হতে পারে। সভাপতি তাবিথ আউয়াল অনলাইনে সভায় সভাপতিত্ব করার সম্ভাবনাই বেশি।
তৃতীয় নির্বাহী সভায় আলোচ্যসূচি এখনো ঠিক হয়নি। তবে সেখানে জাতীয় নারী, পুরুষ দলের কোচের আনুষ্ঠানিক অনুমোদন, ফেডারেশনের এইচআর পলিসি প্রাধান্য পেতে পারে বলে জানা গেছে। চট্টগ্রামে সভা না হলেও ফেব্রুয়ারি মাসে যশোরে নির্ধারিত আরেকটি সভার সূচি এখন পর্যন্ত বহাল রয়েছে। বাফুফের অন্যতম সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী সেই সভার ব্যবস্থাপনার দায়িত্বে। সভার পাশাপাশি সেখানে শামসুল হুদা একাডেমি পরিদর্শন করে বাফুফে একাডেমি ফুটবলারদের সেখানে রাখার বিষয়ে সিদ্ধান্ত আসার কথা যশোর সফরের মাধ্যমে।
জেএন/এমআর