মুক্তিপণে ছাড়া পেলেন অপহৃত কাঠুরিয়া ও ৪ শ্রমিক

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের চন্দনাইশে পাহাড়ী সন্ত্রাসীদের হাতে অপহৃত এক কাঠুরিয়া ও চার শ্রমিক মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন।

- Advertisement -

শনিবার (১১ জানুয়ারি) বিকেল থেকে রাতের মধ্যে মোট এক লক্ষ ১০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের পর তাঁদের মুক্তি দেন অপহরণকারীরা।

- Advertisement -google news follower

মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়া শ্রমিকেরা হলেন- কাঠুরিয়া আহমদ হোসেন (৫৫), কৃষি শ্রমিক মো. রহিম (৩৫), বদিউল আলম (৩০), মো. কামাল (৪০) ও মো. জুনায়েদ (৪৫)।

জানা গেছে, মধ্যে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন কাঠুরিয়া আহমদ হোসেন। তাছাড়া অপহরণের ৮ ঘণ্টা পর ৬০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন চন্দনাইশের হাশিমপুর থেকে অপহৃত চার শ্রমিক।

- Advertisement -islamibank

স্থানীয় জোয়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী বলেন, গত শনিবার সকালে কাঠুরিয়া আহমদ হোসেন ও লেবু চাষি আলী মনসুর কাঞ্চননগরের পাহাড়ে গেলে সন্ত্রাসীরা তাঁদের ধাওয়া দেন।

সন্ত্রাসীরা আহমদ হোসেনকে নিয়ে গেলেও তার সঙ্গী আলী মনসুর পালিয়ে আসেন। পরে সন্ত্রাসীরা আহমদ হোসেনকে মারধর করে মুঠোফোনে পরিবারের সাথে যোগাযোগ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

পরিবারের সদস্যরা অনেক কষ্টে ৫০ হাজার টাকা জোগাড় করে পাহাড়ি সন্ত্রাসীদের দিয়ে আহমদ হোসেনকে মুক্ত করে আনেন।

অপরদিকে উপজেলার হাসিমপুর ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের বাসিন্দা ও বাগানমালিক নুরুন্নবী সওদাগর জানান, শনিবার বেলা ৩টার দিকে ১০ জন শ্রমিক হাশিমপুর পাহাড়ি এলাকায় তাঁর পেয়ারা ও লেবুর বাগান পরিষ্কার করতে গেলে পাহাড়ি সন্ত্রাসীরা তাদের ধরতে যায়। ছয়জন শ্রমিক পালিয়ে আসলেও বাকি চারজনকে অপহরণ করে নিয়ে যায়।

শনিবার রাতে অপহৃত ৪ শ্রমিকের মধ্যে একজনের মোবাইল থেকে সন্ত্রাসীরা কল করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পরে ৬০ হাজার টাকা পাঠানোর পর শ্রমিকদের রাত ১১টার দিকে ছেড়ে দেয় পাহাড়ি সন্ত্রাসীরা। অপহরণকারীরা পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য, সবাই উপজাতি এবং বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে বলে জানিয়েছেন অপহৃতরা।

এ প্রসঙ্গে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন বলেন, শুনেছি পাহাড়ি সন্ত্রাসীরা গতকাল শনিবার সকালে এক শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে। পরে আবার তাকে বিকেলে ছেড়ে দিয়েছে।

একই সাথে বিকেলের দিকে আরও চারজন কৃষককে অপহরণ করে নিয়ে গেছে। তাদেরও রাতে ছেড়ে দিয়েছে। এ ব্যাপারে তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। এরকম ঘটনা ঘটলে কোনো ধরনের তথ্য দিয়েও সহায়তা করা হয় না বলে দাবি করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আল হোসাইন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM