৬ সদস্যের নিয়োগ বাতিল করে পিএসসি’র প্রজ্ঞাপন

অনলাইন ডেস্ক

সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন নিয়োগ পাওয়া ছয় সদস্যের নিয়োগ বাতিল করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -

যাদের নিয়োগ বাতিল করা হয়েছে, তারা হলেন- অধ্যাপক শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ, মো. মিজানুর রহমান, শাব্বির আহ্‌মদ চৌধুরী ও অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহান।

- Advertisement -google news follower

গত ২ জানুয়ারি এই ছয়জনকে নিয়োগ দেয় পিএসসি। এরপর নতুন নিয়োগ পাওয়া কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে সমালোচনা শুরু হয়। ৯ জানুয়ারি এই ছয়জনের শপথ নেওয়ার কথা ছিল। তবে ৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের আদেশে শপথ গ্রহণ স্থগিত রাখা হয়। আজ তাদের নিয়োগ বাতিলের ঘোষণা এলো।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে শপথ স্থগিত চেয়ে ৮ জানুয়ারি চিঠি পাঠায় পিএসসি। পরে পিএসসির অনুরোধের প্রেক্ষিতে নতুন সদস্যদের শপথ গ্রহণ স্থগিত করেন সুপ্রিম কোর্ট।

- Advertisement -islamibank

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানের প্রধানেরা পদত্যাগ করেন আবার কাউকে সরিয়েও দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত বছরের ৮ অক্টোবর পিএসসির ওই সময়ের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন পদত্যাগ করেন। তিনি পিএসসির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। পিএসসির চেয়ারম্যানের পাশাপাশি কমিশনের ১২ সদস্যও ওই দিন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এর পরদিন পিএসসির চেয়ারম্যান ও সভাপতি হিসেবে অধ্যাপক মোবাশ্বের মোনেমকে নিয়োগ দেয় সরকার। একই সঙ্গে পিএসসির চার সদস্যকে নিয়োগ দেওয়া হয়। তারা হলেন- নূরুল কাদির, মো. আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্ল্যা ও মো. নাজমুল আমীন মজুমদার।

পরে আরও পাঁচজনকে নিয়োগ দেওয়া হয়। এই সদস্যরা হলেন- চৌধুরী সায়মা ফেরদৌস, এম সোহেল রহমান, মো. জহিরুল ইসলাম, মোহাম্মদ জামাল উদ্দিন এবং এ এস এম গোলাম হাফিজ।

এরপর গত ২ জানুয়ারি আরও ছয়জনকে নিয়োগ দেয় পিএসসি।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM