চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মোহাম্মদ রাব্বি নামে এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগে অভিযুক্ত শ্রমিক লীগ নেতা জানে আলমকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে পাঠানটুলি নাজিরপোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে কোতোয়ালী থানা পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেন।
জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় চান্দগাঁও, বাকলিয়া ও কোতোয়ালিতে তিনটি মামলা করা হয়েছে। ৫ আগস্ট জানে আলম পালিয়ে যান।
আয়নাঘর বানিয়ে চট্টগ্রাম নগরের নতুন ব্রিজ এলাকায় টর্চার সেল খুলে ১৭নং রোডের পরিবহন শ্রমিকদের আওয়ামী লীগ নেতা জানে আলম নির্যাতন ও নিপীড়ন চালাতেন। কেউ তাকে চাঁদা না দিলে লোহার হাতল, হকিস্টিক দিয়ে আঘাত করে হাত, পা থেঁতলে দিতেন তিনি।
বুধবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে কোতায়ালি থানার উপ পরিদর্শক (এসআই) মনির জানান, জানে আলম নামে শ্রমিক লীগের এক নেতাকে আটক করে থানায় খবর দেন স্থানীয় জনতা।
পরে টিম নিয়ে ঘটনাস্থলে পৌছে তাকে হেফাজতে নিয়ে থানায় আনি। তার বিরুদ্ধে কোতোয়ালিসহ নগরীর কয়েকটি থানায় মামলা রয়েছে বলে তিনি জানান।
জেএন/পিআর