সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন

অনলাইন ডেস্ক

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

- Advertisement -

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠক এ অনুমোদন দেওয়া হয়েছে।

- Advertisement -google news follower

রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৪(৪) এ উল্লিখিত বিচারকার্য পালনের স্বাধীনতাকে সুসংহতকরণ, অনুচ্ছেদ ৯৫(১)-এ প্রধান বিচারপতির পরামর্শ গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছ প্রয়োগ এবং অনুচ্ছেদ ৯৪(২) (গ)-এর অধীন সুপ্রিম কোর্টের বিচারক পদে যোগ্য ব্যক্তির নিয়োগ নিশ্চিতকরণের লক্ষ্যে অধ্যাদেশ প্রণয়ন করে আইন ও বিচার বিভাগ উপদেষ্টা পরিষদ-বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করেছে।

- Advertisement -islamibank

আজ উপদেষ্টা পরিষদ-বৈঠকে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে বলেও এতে জানানো হয়েছে।

অন্যদিকে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন-সংক্রান্ত অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মোট পাবলিক বিশ্ববিদ্যালয়ের (সাধারণ, কৃষি, প্রযুক্তি ও প্রকৌশল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) সংখ্যা ৫৬টি। এই সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৩টি বিশ্ববিদ্যালয়ের নামকরণ শুধু একটি পরিবারের সদস্যদের নামে করা হয়েছে। বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় জনগণের প্রদত্ত কর দ্বারা পরিচালিত হয়। জনগণের অর্থ দ্বারা পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলোর নাম একটি পরিবারের মধ্যে সীমিত না রেখে বিশ্ববিদ্যালয়গুলো যে জেলায় অবস্থিত, সে জেলার নাম অনুসারে নামকরণরে উদ্দেশে এ বিষয়ে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ‘বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য উপস্থাপন করেছে।

আজ উপদেষ্টা পরিষদ-বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে ‘বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

বৈঠকে রাজস্ব নীতি প্রণয়ন এবং প্রণীত নীতি বাস্তবায়ন করে রাজস্ব আহরণে দুটি কার্যক্রম পৃথক করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ উপদেষ্টা পরিষদ-বৈঠকে রাজস্ব নীতি প্রণয়ন এবং প্রণীত নীতি বাস্তবায়ন করে রাজস্ব আহরণে দুটি কার্যক্রম পৃথক করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM