চট্টগ্রামে ১২জন বেসরকারি কারা পরিদর্শক নিয়োগ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আগামী ২ বছরের জন্য ১২ জন ব্যক্তিকে বেসরকারি কারা পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।

- Advertisement -

নিয়োগ পাওয়া ১২ বেসরকারি কারা পরিদর্শক হচ্ছেনঃ আনোয়ারার বাসিন্দা জোবাইরুল আলম মানিক, মীরসরাইয়ের বাসিন্দা মো. আমিনুল ইসলাম (তৌহিদ), সাতকানিয়ার বাসিন্দা মোজাম্মেল হক, চন্দনাইশের বাসিন্দা মোহাম্মদ নাসির উদ্দীন, উজ্জল বরণ বিশ্বাস, কোতোয়ালীর বাসিন্দা সৈয়দ আবুল বশর, চান্দগাঁওয়ের বাসিন্দা প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন, হাটহাজারীর বাসিন্দা মোহাম্মদ আতাউল্লাহ, কোতোয়ালীর বাসিন্দা মোহাম্মদ আবদুর রাজ্জাক, চান্দগাঁওয়ের বাসিন্দা জাফর আহম্মদ, হালিশহরের বাসিন্দা সুলতানা বেগম ও সদরঘাটের বাসিন্দা কামরুন নাহার লিজা।

- Advertisement -google news follower

এদের মধ্যে জোবাইরুল আলম মানিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয়ক, মোজাম্মেল হক চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নগরীর তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সাধারণ সম্পাদক, উজ্জল বরণ বিশ্বাস এলডিপির অংগসংগঠন গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক দপ্তর সম্পাদক ও বাংলাদেশ হিন্দু–বৌদ্ধ–খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক, মোহাম্মদ আতাউল্লাহ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ব্যবসায়ী এবং কামরুন নাহার লিজা চট্টগ্রাম মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক। বাকীদের পরিচয় জানা যায়নি। জোবাইরুল আলম মানিক বলেন, বেসরকারি কারা পরিদর্শকের পদটি পবিত্র একটি পদ। কারাগারে অনেকগুলো সংস্কারের বিষয় রয়েছে। অনেক অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন যোদ্ধা হিসেবে এসব নিয়ে গঠনমূলক কাজ করার চেষ্টা করব। অপরাধীরা কীভাবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে সেসব নিয়ে কাজ করব। কারাগারে অনেক হয়রানির বিষয় রয়েছে। সেসব বন্ধে এবং কারা অভ্যন্তরের সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করব। মোটকথা হচ্ছে–কারাগার নিয়ে সাধারণের যে প্রত্যাশা সেদিকে মনোযোগ দিব।

মোজাম্মেল হক বলেন, বেসরকারি কারা পরিদর্শকের কাজটি হচ্ছে স্বেচ্ছায় শ্রম দেওয়ার বিষয়। যেহেতু দায়িত্ব পেয়েছি, বন্দীদের কল্যাণে কাজ করে যাব। কামরুন নাহার লিজা বলেন, যতদূর সম্ভব বন্দীদের কল্যাণে কাজ করার চেষ্টা করব। কী করলে বন্দীরা কারাগারে ভালো থাকবেন তা নিয়ে কাজ করার চেষ্টা করব। তারা কী ধরনের অসুবিধার সম্মুখীন হন, তা নিরসনে ভূমিকা রাখার চেষ্টা করব।

- Advertisement -islamibank

বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, জেল কোডের ১ম খন্ডের ৫৬ ধারা (১ ও ২) বিধি অনুযায়ী ১০ জন পুরুষ ও ২ জন নারীকে পরবর্তী ২ বছরের জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হল।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM