বিগত ১৫ বছর পটিয়া থেকে খেলাধুলা হারিয়ে গিয়েছিলো : এনাম

অনলাইন ডেস্ক

পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে পটিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে টুর্নামেন্ট পরিচালনা কমিটির এ প্রস্ততি সভা পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক হাজী নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্ততি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম।

এসময় আরো বক্তব্য রাখেন পটিয়া ক্লাবের সদস্য সচিব মোজাম্মেল হক, পটিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন, পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, যুগ্ম আহবায়ক হাজী আবুল কাশেম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন আহমেদ, আবদুল মাবুদ, শাহজাহান চৌধুরী, মাহাবুবুল আলম মির্জা, জাসাস নেতা নাছির উদ্দীন, জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক ইয়াসির আরাফাত, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভার যুবদলের আহবায়ক
আবছার উদ্দীন সোহেল, সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সদস্য সচিব মোহাম্মদ জাহেদ, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোহাম্মদ  শাওকত হোসেন, সদস্য সচিব আবু নোমান চৌধুরী লিটন, উপজেলা কৃষক দলের আহবায়ক মাহবুবুর রহমান পারভেজ, পৌরসভার সভাপতি
বুলবুল আহমদ নান্নু, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ মিজান রহমান মায়া,পটিয়া পৌরসভা কৃষকদলের সদস্য সচিব মো. আলমগীর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক এস এম হোসেন নয়ন, মোহাম্মদ শাহাদাত, মোহাম্মদ ডেবিট প্রমুখ।

- Advertisement -islamibank

এছাড়াও পটিয়ার বিভিন্ন ক্লাবের প্রতিনিধি, কোচ, ম্যানেজ্যার উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিবাদিদের আমলে পটিয়ায় খেলাধুলা হারিয়ে গিয়েছিল। যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিলো ফ্যাসিবাদি সরকার।

এখন থেকে প্রতিটি ইউনিয়নে ফুটবল প্রতিযোগিতা হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদেরকে মাদকসহ অপরাধমূলক কাজ থেকে দুরে রাখতে হবে। তরুণ সমাজকে খেলাধুলা এগিয়ে নিয়ে আসতে হবে।

প্রস্ততি সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলার আটটি উপজেলাকে নিয়ে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

খুব শীগ্রই টুর্নামেন্ট পরিচালনা কমিটি গঠন ও দিন তারিখ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে বলে জানা যায়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM