আলীকদমে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

অনলাইন ডেস্ক

বান্দরবানের আলীকদমে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

- Advertisement -

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের তারাবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহতদের মধ্যে মো. বেলাল নামে এক মোটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া গেলেও অন্য দু’জনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী পাখী বেগম বলেন, আলিকদম থেকে দু’টি ট্রাক প্রতিযোগিতা করে বেপরোয়া গতিতে লামা উপজেলার দিকে যাচ্ছিল। তারা বন্যা এলাকায় পৌঁছালে কক্সবাজার ল ১১২৩৮৮ নাম্বারের ট্রাকটি বিপরীতগামী তিন জন আরোহীসহ মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন জনই নিহত হন।

- Advertisement -islamibank

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দীন সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM