চট্টগ্রামের চন্দনাইশের বরকল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নুরুল আলমের বাড়ির গোয়ালঘরে ঢুকে চারটি গরু চুরি করে পালিয়েছে চোরের দল।
শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টা থেকে ভোর ৫টার মধ্যে চুরির ঘটনাটি ঘটে। খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চুরি হয়ে চারটি গরুর আনুমানিক বাজার মূল্য সাড়ে ৮ লাখ টাকা জানিয়ে ক্ষতিগ্রস্ত নুরুল আলম জানান, শনিবার রাত তিনটা পর্যন্ত গরুগুলো নতুন বাড়ির টিনশেডের গোয়াল ঘরে ছিল।
কিন্তু আজ রবিবার (১৯ জানুয়ারি) সকাল ৬ টার দিকে দেখি গোয়াল ঘরের তালা ভেঙে কে বা কারা গরুগুলো চুরি করে নিয়ে গেছে।
বরকল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীলিপ ভট্টাচার্য্যের মাধ্যমে গরু চুরির বিষয়টি থানাকে অবহিত করা হয়েছে।
অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা।
জেএন/পিআর