শুচিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মতবিনিময়

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ঐতিহ্যবাহী শুচিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়, স্বীকৃতির ৮৫ বছর পূর্তি এবং ২য় পুণর্মিলনী-২০২৫ উদযাপনের জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -

চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র অমিত চৌধুরী, রূপেন চক্রবর্তী, মো.তৌহিদুল আলম, বিপ্লব ভট্টাচার্য্য, তাপস চক্রবর্তী, মো. এহসান চৌধুরী, রাজেশ চক্রবর্তী, গৌতম ভট্টাচার্য্য, এটিএম ফয়সাল চৌধুরী, সুদীপ্ত সিকদার, দেবজয় চক্রবর্তী, জিকু দে, প্রান্ত কানুনগো, মো. হাসনাত উদ্দিন চৌধুরী প্রমুখ।

- Advertisement -google news follower

সভায় জানানো হয়, ২০২৫ বছরকে স্মৃতিময় করার জন্য প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে দ্বিতীয় পুনর্মিলনী করার লক্ষ্যে প্রথম অনানুষ্ঠানিক মত বিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়।

১৯৪০ এর পরবর্তী সময়ের সকল প্রাক্তন শিক্ষার্থীদের যোগাযোগের মাধ্যমে পরে আবারও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

- Advertisement -islamibank

সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫ সালের শেষ নাগাদ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয় ও বিভিন্ন সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

২০০৯ সালে শুচিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অত্যন্ত জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে বিদ্যালয়ের বহু প্রাক্তন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিলেন।

স্মৃতিচারণ করেছিলেন, স্মরণিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখা প্রকাশিত হয়েছিল। স্কুলের গৌর উজ্জ্বল ইতিহাসের সাক্ষী হিসাবে থেকে যাবে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানটি।

উল্লেখ্য : ১৯৪০ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্বীকৃতি ৮৫ বছর পূর্ণ হয়েছে ২০২৫ সালে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM