বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়টির প্রক্টর (ইনচার্জ) মুহাম্মদ সিরাজ মিয়া পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মনজুর মোরশেদ ভুঁইয়ার তত্ত্বাবধানে সিরাজ মিয়া এ ডিগ্রি অর্জন করেন।
গত ২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৯৯তম সিন্ডিকেট এবং ৯ ডিসেম্বর ২০২৪ অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭২তম সভায় তাকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।
তাঁর গবেষণা বিষয় ছিল Role of Microcredit in Addressing Poverty: A Study on Financial Institutions in Chattogram Division”।
মুহাম্মদ সিরাজ মিয়া চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর গ্রামের নুরুল আলম ও আয়েমা খাতুনের জ্যৈাষ্ঠ সন্তান। দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তার ১৫টির অধিক গবেষণা প্রবন্ধ রয়েছে।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে মেধা তালিকায় বিবিএ (সম্মান) এ ৮ম স্থান এবং এমবিএ (ব্যাংকিং) এ ২য় স্থান অর্জন করেন।
জেএন/হিমেল/পিআর