সিএনজিতে ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ ফিরে পেল ব্রিটিশ দম্পতি

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে সিএনজি চালিত অটোরিকশায় ভুল করে ব্রিটিশ দম্পতির ফেলে যাওয়া হাতব্যাগটি আট ঘন্টার মধ্যেই উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

- Advertisement -

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে বাকলিয়া থানা এলাকা থেকে হাতব্যাগটি উদ্ধার করা হয়। ওই ব্যাগে দুটি ব্রিটিশ পাসপোর্ট, নগদ তিন লাখ টাকা, ব্যাংকের একটি চেকবই ও মোবাইলসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ছিল।

- Advertisement -google news follower

পুলিশ জানায়, মঙ্গলবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর জুবিলী রোডস্থ টাওয়ার ইন হোটেল থেকে সিএনজি অটোরিকশায় করে লাভ লেইন ইস্টার্ন ব্যাংকের সামনে আসেন ব্রিটিশ দম্পতি তাফিকা চৌধুরী (৭৬) ও তার স্বামী মো. ওয়াসিউর রহমান (৮৪)।

দুজনেই অটোরিকশা থেকে নামার সময় ভুল করে হাতব্যাগটি ফেলে রেখে ব্যাংকে উঠে যায়। ব্যাংকে ঢোকার পর হাতব্যাগটি যে সঙ্গে নেই, সেটা বুঝতে পেরে তারা দ্রুত নিচে নামলেও সিএনজিটির হদিস না পেয়ে নগরীর কোতোয়ালি থানা, জেলা প্রশাসক ও ব্রিটিশ হাইকমিশনসহ বিভিন্ন দপ্তরে বিষয়টি অবহিত করেন।

- Advertisement -islamibank

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, ব্রিটিশ নাগরিকের হাতব্যাগ হারিয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক মাঠে নামে কোতোয়ালি থানা পুলিশের একটি দল।

রাত আটটার দিকে নগরীর বাকলিয়া এলাকায় ওই সিএনজিটি সনাক্তের পর হাতব্যাগটি উদ্ধার করে টিম কোতোয়ালি।

তবে সিএনজি চালক নির্দোষ দাবি করে ওসি বলেন, চালক নিজেই জানতো না তার গাড়িতে একটি ব্যাগ ছিল। গাড়িটি যখন বাকলিয়া এলাকায় শনাক্ত হয়, তখন গাড়ি থেকে যাত্রী নামিয়ে কোতোয়ালি টিম ব্যাগটি উদ্ধার করে।

চালকের দোষ না পাওয়ার তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পরে ওই ব্রিটিশ দম্পতির হারিয়ে যাওয়া ব্যাগটি তাদের কাছে হস্তান্তর করে টিম কোতোয়ালি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM