চট্টগ্রামের দুই উপজেলায় মিলেছে ৩ মরদেহ,সবাই অচেনা!

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারী ও পটিয়া উপজেলায় বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে এক নারীসহ পৃথক তিনটি অচেনা মরদেহ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

এর মধ্যে ষাটোর্ধ বয়সী এক ব্যক্তির মরদেহ পাওয়া যায় হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের চারিয়া ইজতেমা মাঠ সংলগ্ন এলাকায়।

- Advertisement -google news follower

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ক্ষতবিক্ষত অবস্থায় মরদেহটি উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে জানালেন নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন।

- Advertisement -islamibank

তিনি জানান, লাশটি ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় চেহারা চেনা যাচ্ছে না। প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি ধারনা করছেন, ওই ব্যক্তি সকালের দিকে রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

এদিকে একই দিন সকালে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের আজিমপুর এলাকায় সড়কের পাশে বিলের মধ্যে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত আরও এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, স্থানীয়রা বৃহস্পতিবার সকালে বিলের মধ্যে বেল্ট দিয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেন।

খবর পেয়ে পটিয়া থানা পুলিশের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, লাশের অবস্থা দেখে ধারনা করছি, অন্য কোন স্থানে হত্যা করে লাশ এখানে ফেলে গেছে খুনীরা।

চট্টগ্রাম পুলিশ সুপার ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি টিমকে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছেন। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পটিয়া টিম।

উল্লেখ্য, আগের দিন বুধবার সন্ধ্যার দিকেও হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদ ছড়ারকুলস্থ রেল লাইন এলাকার পূর্ব পাশের জঙ্গল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আগুনে পোড়া নাম পরিচয়বিহীন ওই নারীর আনুমানিক বয়স ২০ থেকে ২১ বছর বলে জানিয়েছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM