ইন্টারনেটের বর্ধিত শুল্ক প্রত্যাহার প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা নাহিদ

জাতীয় ডেস্ক :

শতাধিক পণ্যের ওপর ভ্যাট বৃদ্ধি করেছিল জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। তবে গতকাল বুধবার (২২ জানুয়ারি) প্রজ্ঞাপনের মাধ্যমে ওষুধ, মোবাইল সেবা, রেস্তোরাঁ ও ওয়ার্কসপ খাতে বর্ধিত ভ্যাট প্রত্যাহার ও কমিয়েছে এনবিআর।

- Advertisement -

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, মুঠোফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে টেলিফোন সেবায় (টক টাইম, ইন্টারনেট ব্যবহার ইত্যাদি) সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করা হয়েছিল। এই সম্পূরক শুল্ক হার এখন আগের জায়গায় ফেরত নেওয়া হয়েছে।

- Advertisement -google news follower

অন্যদিকে ইন্টারনেট সংস্থার (আইএসপি) সেবার ওপর আরোপিত ১০ শতাংশ সম্পূরক শুল্কও প্রত্যাহার করা হয়েছে।

এ বিষয়ে গতকাল বুধবার (২২ জানুয়ারি) রাতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন।

- Advertisement -islamibank

পোস্টে তিনি লিখেছেন, ‘ইন্টারনেট সার্ভিসে বর্ধিত শুল্ক প্রত্যাহার করা হয়েছে। নীতি নির্ধারণে আপনাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আমরা বদ্ধপরিকর।

গত ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) মোবাইল সেবার ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে তিন শতাংশ বাড়িয়ে ২৩ শতাংশ করে এনবিআর।

এতে ১০০ টাকা মোবাইল রিচার্জে গ্রাহককে ৫৬ টাকার বেশি কর দিতে হত। এ ছাড়া ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায়ও ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছিল।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM