চট্টগ্রামের নগরের ষোলশহর রেলওয়ে স্টেশনস্থ এবাদত খানার পাশে আজগর আলীর অস্থায়ী মোবাইলের দোকান থেকে ৫৫টি চোরাই মোবাইলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১০ টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— ষোলশহর রেলস্টেশনস্থ মসজিদ কলোনির মৃত মো শফিকুল হকের ছেলে মো. রফিক (৪৬) ও তার ছেলে মো. আজগর আলী (২৪)। সম্পর্কে তারা বাবা ও ছেলে।
তথ্যটি নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান। তিনি বলেন, ‘চোর চক্রের সদস্যরা কারো ব্যবহৃত মোবাইল ফোন চুরি বা ছিনিয়ে নিয়ে গ্রেপ্তারদের কাছে হস্তান্তর করত। পরে তারা সেসব মোবাইল ফোন সেটের যন্ত্রাংশ ও ইএমআই নম্বর পরিবর্তন করে চট্টগ্রামসহ আশপাশের এলাকায় বিক্রি করে করতো। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
জেএন/এমআর