কক্সবাজারে পেশাদার ছিনতাইকারী চক্রের ১২ সদস্য গ্রেপ্তার

দেশজুড়ে ডেস্ক :

রাত যত গভীর হয়, কক্সবাজারের বিভিন্ন সড়কে কমতে থাকে যানবাহন। এই সুযোগে বেপরোয়া হয়ে ওঠে ছিনতাইকারীরা। তারা নানান ধরনের যানবাহন ব্যবহার করে দাপিয়ে বেড়ায় শহরের বিভিন্ন সড়ক-অলিগলি।

- Advertisement -

এ সময় তাদের শিকার হয় রিকশাযাত্রী বা পথচারীরা। কখনও অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নেয় টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী। আবার কখনও ছোঁ মেরে নিয়ে যায় ব্যাগ। এমন কর্মকাণ্ড চলে ভোর অবধি। তারপর আলো ফোটার সঙ্গে সঙ্গে আড়ালে চলে যায় তারা।

- Advertisement -google news follower

রাতভর ছিনতাইয়ের ‘মহোৎসব’ ঠেকাতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। এমতাবস্থায় কক্সবাজার শহর দাপিয়ে বেড়ানো দুর্ধর্ষ পেশাদার ছিনতাইকারী চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

এর আগে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার জেল গেটস্থ চুইজাল রেস্টুরেন্ট এলাকাসহ শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -islamibank

আজ শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ এই তথ্য জানিয়েছেন।

পুলিশ সুপার জানান, জেলগেট সংলগ্ন চুইজাল রেস্টুরেন্টের সামনে একদল ছিনতাইকারী পূর্ব পরিকল্পিতভাবে এক সিএনজি গতিরোধ করে অস্ত্রের মুখে এক ভুক্তভোগীর দুই লাখ ৭৫ হাজার টাকা, একটি ডায়মন্ড এর রিং (যার মূল্য অনুমান ৫৫হাজার) একটি মোবাইল ফোন অন্যান্য সরঞ্জামাদি ছিনি নিয়ে।

ঘটনার সাথে ভুক্তভোগী এই বিষয়ে পুলিশকে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক পুলিশের একাধিক দল অভিযান শুরু করে।

অভিযানে পুলিশ তথ্য প্রযুক্তি ও স্থানীয় লোকজনদের সহায়তায় কক্সবাজার শহরের বিভিন্ন স্থান থেকে ওই ঘটনায় জড়িতসহ ১২জন পেশাকার ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতাররা হলেন, কক্সবাজার পৌরসভার টেকপাড়ার মাসুদ হোসেনের পুত্র তানভীর হোসেন প্রকাশ পেটান, প্রকাশ আজাদুর রহমান (২২), কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার মোঃ শফিকের পুত্র মোঃ ইসমাঈল (২০), পাহাড়তলী ইসুলের ঘোনার এলাকার মোঃ সরওয়ারের পুত্র ইমরান সরওয়ার ইমন (২১), টেকপাড়ার মোঃ ফরিদের পুত্র মোঃ ইরফান ফারদিন (২০), মহেশখালী উপজেলার কুতুবজোমের খোন্দকার পাড়া এলাকার মোঃ হোছনের পুত্র সিহাব প্রকাশ খোকন (২৯), কক্সবাজার পৌরসভার সমিতিপাড়ার আবুল কাশেমের পুত্র মোঃ সোহেল (২৮), বৌদ্ধমন্দির এলাকার কৃষ্ণ চন্দ্র দাশের পুত্র সুমন কান্তি দাশ (২৫), কক্সবাজার পৌরসভার নতুন বাহারছড়া এলাকার মানিক মিয়ার পুত্র মোঃ হান্নান (১৯), পিটিস্কুল এলাকার মোঃ সেলিমের পুত্র সাইফুল ইসলাম (২৪) ও মোঃ হানিফের পুত্র মোঃ শাহীন প্রকাশ বুলেট (২২), পৌরসভার বাহারছড়ার মৃত ইসমাঈল মাঝির পুত্র হাসান মাহমুদ সাগর প্রকাশ ভিকি এবং টেকপাড়া চৌমুহনী এলাকার মোস্তফা কামালের পুত্র মিজবাউল হক মুন্না।

পুলিশ সুপার জানান, গ্রেফতাররা সবাই পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে ছিনতাইসহ নানা অপরাধের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের সূত্র বলছে, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বিভিন্ন অলিগলিতে তৎপর থাকে চক্রের সদস্যরা। এরা টার্গেট ব্যক্তিকে অনুসরণ করে। একপর্যায়ে সালাম দিয়ে থামায়। আবার কখনো কখনো সুবিধামতো জায়গায় ভুক্তভোগীর সঙ্গে বিতর্কে জড়িয়ে মারধর শুরু করে।

পথচারীরা এগিয়ে আসলে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এ মারামারি বলে জানায়। ততক্ষণে ছিনতাইয়ের কাজটি সেরে ফেলে চক্রের অন্য কোনো সদস্য। তারা ছিনতাইয়ের কাজে বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে।

ছিনতাই চক্রের সদস্যদের অধিকাংশই কক্সবাজার শহরসহ আশেপাশের বিভিন্ন এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করে। তাদের মধ্যে প্রায় সবার বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

বিভিন্ন অপরাধে ওই চক্রের সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার পর জামিনে মুক্ত হয়ে আবারো একই অপরাধে জড়ায়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM