তিন মাসের পরিবর্তে ঋণ খেলাপির সময়সীমা ৯ মাস চায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
পাশাপাশি ৫ শতাংশ সুদে কৃষি খাতে ঋণ বিতরণের অনুরোধও জানিয়েছে সংগঠনটি।
আজ রোববার (২৬ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠকে এ দাবি জানান সংগঠনটির প্রশাসক হাফিজুর রহমান।
ব্যবসায় সংকটের কথা জানিয়ে হাফিজুর রহমান জানান, উচ্চ সুদহারের কারণে বাধাগ্রস্ত হচ্ছে বিনিয়োগ৷ তাই ঋণের সুদহার ও এলসি জটিলতা কমানোর সুপারিশ করেছে এফবিসিসিআই।
এসময় তিনি আমদানি-রপ্তানি বাণিজ্য সহজ করতে ডলারের জোগান স্বাভাবিক রাখা ও বিনিময় হার স্থিতিশীল রাখার অনুরোধও জানান।
পাশাপাশি বৈঠকে ক্ষতিগ্রস্ত শিল্প কারখানায় বাণিজ্যিক স্বার্থে প্রয়োজনীয় নীতি সহায়তা চেয়েছে চায় এফবিসিসিআই।
জেএন/পিআর