চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বরিশাল বাজার এলাকার একটি ময়দার কারখানার সামনে থেকে ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৫টার দিকে জুয়ার খেলার আসরের গোপন তথ্য পেয়ে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়ার খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, মো. হান্নান মিয়া (৩৫), আব্দুল সালাম (৪৮), মো. আরিফ (১৯), আবুল কালাম (২৮) ও মো. হামিদুর রহমান (৩৬)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
জেএন/পিআর