আনোয়ারায় তিন দোকান থেকে ২৩৬ কেজি পলিথিন জব্ধ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা চাতরী চৌমুহনী বাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

- Advertisement -

সোমবার (২৭ জানুয়ারি) পরিচালিত এ অভিযানে তিন দোকান থেকে ২৩৬ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ ও দোকানিদের পৃথক মামলায় আট হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

- Advertisement -google news follower

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদের নের্তৃত্বে পরিচালিত এ অভিযানে আনোয়ারা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সাল, গবেষণাগার সহকারি মো. রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ বলেন, ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুসারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন দোকানিকে জরিমানা করা হয়েছে।

- Advertisement -islamibank

এসব প্রতিষ্ঠান থেকে মোট ২৩৬ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM