মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

প্রবাসী ডেস্ক :

মালয়েশিয়ার পেরাক রাজ্যের বান্দার মেরু রায়া এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

- Advertisement -

স্থানীয় সংবাদমাধ্যম দি স্টার অনলাইন জানায়, সোমবার সকালে ৪৩ বছর বয়সী ওই শ্রমিক প্রায় আট মিটার উচ্চতার ইস্পাত কাঠামো থেকে পড়ে যান।

- Advertisement -google news follower

দুর্ঘটনার পরপরই স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে, তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের (জেবিপিএম) অপারেশন শাখার সহকারী পরিচালক সাবারোজি নোর আহমদ জানান, ঘটনাস্থলে কর্মরত অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধারের চেষ্টা করেছিলেন। তবে গুরুতর আঘাতের কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

- Advertisement -islamibank

মৃতদেহ পরবর্তী পদক্ষেপের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যদিও নিহত ব্যক্তির নাম ও পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM