ফটিকছড়িতে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা,আটক ৪

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা এলাকার বালুটিলা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে প্রাইভেট কারে তুলে নিয়ে অপহরণের চেষ্টা করা হয়েছে।

- Advertisement -

তবে স্থানীয়দের সাহসিকতায় এ যাত্রায় রেহায় পায় এ শিক্ষার্থী। পরে প্রাইভেটকার চালকসহ গাড়িতে থাকা ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে।

- Advertisement -google news follower

আটককৃতরা হলো-ফটিকছড়ির হাজারীখীর এলাকার মৃত মনিরাম ত্রিপুরার ছেলে বাদল ত্রিপুরা (১৯), হারুয়ালছড়ির আবুল কাশেমের ছেলে মো. শাবলু (২৩), হাজারখীল এলাকার গোপাল বিশ্বাসের ছেলে চঞ্চল বিশ্বাস (২৪) ও বুদিয়া ত্রিপুরার ছেলে মিদুল ত্রিপুরা (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দশম শ্রেণীতে পড়ুয়া ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন আটক হওয়া এক যুবক। প্রস্তাব প্রত্যাখ্যান করায় সে মেয়েটিকে তুলে নিয়ে বিয়ে করার মতলব করে।

- Advertisement -islamibank

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে আরও দুই বান্ধবীসহ স্কুলে যাওয়ার সময় মেয়েটিকে টার্গেট করে গাড়ি দাড় করায় এবং জোরপূর্বক সাদা প্রাইভেটকারে করে তুলে অপহরণের চেষ্টা করে।

এসময় দুই বান্ধবীর শোর-চিৎকারে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে গাড়িকে লক্ষ্য করে কয়েকটি মোটরসাইকেল তাদের পেছনে ধাওয়া করে।

একপর্যায়ে শান্তিরহাট বাজার আসার পর প্রাইভেটকারটি জ্যামে আটকে যায়। এসময় ভেতরে থাকা মেয়েটি উদ্ধারের পর প্রাইভেটকার চালকসহ চারজনকে গণধোলাই দিয়ে পরে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে দাঁতমারা তদন্ত কেন্দ্রের আইসি ইন্সপেক্টর শামসুদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ৬ জনকে আটক করা হয়। প্রাইভেটকার থেকে উদ্ধার হয় নতুন কাপড় ও সিঁদুর। অভিযোগ নিয়ে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানালেন এ কর্মকর্তা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM