ফটিকছড়িতে কৃষি জমির মাটি কাটার দায়ে ৭ জনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভা এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার খবরে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

- Advertisement -

শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন।

- Advertisement -google news follower

অভিযানে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার সময় হাতেনাতে ধৃত ৭ জনকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে একজনকে দুই মাসের, চারজনকে ১৫ দিন করে এবং দুই জনকে দুই দিন করে সাজা প্রদান করা হয়েছে।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন-মো. শফিকুল ইসলাম, মো. সাকিব, রুবেল, বাবলু, আবদুল কাদের বাদশা, মো. ইয়াকুব ও মো. মোরশেদ।

- Advertisement -islamibank

অভিযানে নের্তৃত্ব দেওয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন জানান, রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে সাতজনকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM