চট্টগ্রামের ফটিকছড়িতে পূর্ব বিরোধের জের ধরে মোহাম্মদ শহীদ (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার রাতে উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের বড় বাতুয়া ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।
মৃত মো. শাহীদ কুমিল্লা জেলার বাসিন্দা হলেও সে দীর্ঘদিন ধরে ফটিকছড়ি শান্তিরহাট এলাকায় বসবাস করে আসছেন। সে বালু শ্রমিকের কাজ করতেন বলে স্থানীয়রা জানান।
রাজনৈতিক কোন্দলে এ হত্যাকাণ্ড বলে ধারণা করছেন এলাকাবাসী। স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে স্থানীয় সেলিমের দোকান এলাকায় তাকে একা পেয়ে এলোপাতাড়ি পিটুনি দেন দুর্বৃত্তরা।
পরে গুরুতর জখম অবস্থায় তাকে পুলিশ উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
দাঁতমারা ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক দেওয়ান শাসমুদ্দিন স্থানীয়দের বরাতে জানান, বিভিন্ন বিষয় নিয়ে এলাকায় আহমদ ছাফা নামে অপর এক ব্যক্তির সাথে শহীদের বিরোধ ছিল।
ওই বিরোধের জের ধরে শনিবার রাতে তাকে মারধর করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর শহীদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।” এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন পরিদর্শক শামসুদ্দিন।
জেএন/পিআর