টেকনিক্যাল মোড়ে বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে আনোয়ারা ড্রেস মেকার লিমিটেড ও প্রাঙ্ক এপারেল লিমিটেড নামে দুই প্রতিষ্ঠানের শ্রমিকরা। তাদের এই আন্দোলনের ফলে প্রায় চার ঘণ্টা ধরে বন্ধ প্রায় কয়েক কিলোমিটার এলাকার যান চলাচল। যে কারণে দুর্ভোগে পড়েছে সব শ্রেণিপেশার মানুষ।

- Advertisement -

সোমবার (৩ ফেব্রুয়ারি) নগরের পূর্ব নাসিরাবাদের টেকনিক্যাল এলাকায় এই সড়ক অবরোধ করেন ৫ শতাধিক শ্রমিক-কর্মচারীরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলন চলমান রেখেছে তারা।

- Advertisement -google news follower

শ্রমিকরা জানান, এক বছর ধরেই শ্রমিকদের বেতন নিয়ে গড়িমসি করছে মালিকপক্ষ। সর্বশেষ তিন মাস ধরে তাদের বেতন পরিশোধ করা হচ্ছে না। বেতনের নিশ্চয়তা না পেলে তারা সড়ক ছাড়বেন না।

সরেজমিনে দেখা যায়, আনোয়ারা ড্রেস মেকার লিমিটেডের সামনের দুই পাশের সড়ক অবরোধ করে রাস্তায় বসে রয়েছেন শ্রমিকেরা। একটি অংশে সড়ক বিভাজকের কাঁটাতার খুলে সেটি সড়কে টানিয়ে দিয়েছেন কিছু শ্রমিক। সড়ক দিয়ে কোনো যান চলাচল করতে দেওয়া হচ্ছে না। সড়কের আধা কিলোমিটারজুড়ে অন্তত ৫০০ শ্রমিককে দেখা যায়। শ্রমিকদের অবস্থানের ফলে আশপাশের কয়েক কিলোমিটার সড়ক ও আখতারুজ্জামান উড়ালসড়কের দুই নম্বর গেট র‍্যাম্পেও যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের দেখা গেছে।

- Advertisement -islamibank

আন্দোলনকারীদের একজন মোছাম্মৎ জানু। আগ্রাবাদ এলাকার বাসিন্দা এই নারী পোশাক কারখানাটিতে ড্রাইশ্রমিকের কাজ করেন। দুপুর ১২টায় আন্দোলনরত অবস্থায় সড়কে বসেছিলেন তিনি। কালবেলাকে জানু বলেন, তিন মাসের বেতন না দিয়ে কোম্পানি ফ্যাক্টরি বন্ধ করে রেখেছে। এই কারণে বাধ্য হয়েই সড়কে আসতে হয়েছে। আমার দুই মেয়ে আছে। স্বামী নেই। যে কারণে এই বেতনেই আমার সংসার চলে। বেতন না পেলে সংসার নিয়ে পথে বসতে হবে।

কলাতলীর বাসিন্দা কারখানার ফিনিশিং শ্রমিক রুবি বলেন, বেতন দেয় না তিন মাস। পোডাকশন কম হলেও ইনচার্জ যেই গালাগালি আমাদের করেন, আমরা তাদের কথামতো কাজ করি। দুপুরে অনেক সময় ভাত না খেয়েও কাজ করি। কিন্তু আমাদের পাওনা আদায়ের সময় তারা নীরব। এখন পর্যন্ত আমাদের পাওনা টাকা পরিশোধ করেনি।

এ বিষয়ে মন্তব্য জানতে আনোয়ারা ড্রেস মেকার লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন আহমেদ চৌধুরীর ফোনে করেও তাকে পাওয়া যায়নি। তবে আন্দোলন চলাকালীন ঘটনাস্থলে তার ভাগনে উপস্থিত হয়, কিন্তু এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

ঘটনাস্থলে উপস্থিত নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, বেতনের দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM