মানিকছড়ির ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

খাগড়াছড়ির মানিকছড়ি থানায় দায়েরকৃত ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

- Advertisement -

রবিবার (০২ ফেব্রুয়ারি) নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তার আসামির নাম মো. মোস্তাফিজুর রহমান (৩১)। সে খাগড়াছড়ির মানিকছড়ি থানার মুসলিমপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।

সোমবার দুপুরে র‍্যাব-৭ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২০১৯ সালে ২০ জানুয়ারি ৫ম শ্রেণী পড়ুয়া এক শিশুকে ঝালমুড়ি দেওয়ার প্রলোভন দেখিয়ে মুসলিম পাড়া এলাকার শ্মশান মাঠে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে মোস্তাফিজ।

- Advertisement -islamibank

পরে ওই শিশুর পরিবার তার বিরুদ্ধে মানিকছড়ি থানায় একটি মামলা করেন। যার মামলা নং – ০২। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।

গ্রেফতার এড়াতে দীর্ঘ ৬ বছর চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন ছিল সে। গ্রেপ্তার মোস্তাফিজকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খাগড়াছড়ি মানিকছড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে জানায় র‌্যাব।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM