টেকনাফে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

দেশজুড়ে ডেস্ক :

কক্সবাজারের টেকনাফে হ্নীলার নাফ নদ সংলগ্ন শোয়ারীগোদা এলাকা থেকে ১ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান দুই কারবারি।

- Advertisement -

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মিয়ানমার হতে ইয়াবার একটি চালান আসছে।

- Advertisement -google news follower

এমন তথ্যে মঙ্গলবার ভোরে নাফ নদের তীরবর্তী শোয়ারীগোদা এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে বিজিবির একটি দল। এ সময় নাফ নদের শূন্য লাইন অতিক্রম করে দুই ব্যক্তি ব্যাগ কাঁধে নিয়ে লেজিরপাড়া গ্রামের দিকে অগ্রসর হলে ওঁৎ পেতে থাকা বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে।

এ সময় মাদক কারবারিরা তাদের বহনকৃত ব্যাগগুলো ফেলে দিয়ে গা ঢাকা দেয়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে কারবারিদের ফেলে যাওয়া দুইটি প্লাস্টিকের ব্যাগের ভেতর এক লাক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM