ফটিকছড়িতে আগুনে ১১টি দোকান ভস্মীভূত

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউপির কাজিরহাট বাজারের পূর্ব পাশে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।

- Advertisement -

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফটিকছড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই ১১ দোকান ভস্মীভূত হয়ে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষতি হয়ে যায় দাবি ক্ষতিগ্রস্থদের।

- Advertisement -google news follower

স্থানীয়রা জানায়, বুধবার সকালে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে সবাই নেভানোর চেষ্টা চালান। ব্যর্থ হয়ে এক পর্যায়ে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এর আগেই রঞ্জিতের মিষ্টির দোকান, আবু সওদাগরের চাউলের দোকান, তসলিমের কুকারিজ দোকান, আলমগীরের গাছের দোকান, তসলিমের বেডিং দোকান, আনসারের হোটেল ও চা দোকান, আব্বাসের ওয়ার্কশপের দোকান, আব্বাসের পান দোকান, তাহেরের স্টিলের দোকান, সেলিমের বিসমিল্লাহ হোটেল ও নুরুল ইসলামের ওয়ার্কশপের দোকান ভস্মিভূত হয়ে যায়।

- Advertisement -islamibank

ফটিকছড়ি ফায়ার সার্ভিস কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী আগুন লাগার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে ধারণা করছেন বৈদ্যুতিক শট সার্কিট থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত।

ক্ষতিগ্রস্থরা প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে জানালেও ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে বলা যাবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM