রাউজান উপজেলা বিএনপির পকেট কমিটি বাতিলের দাবি ত্যাগীদের

অনলাইন ডেস্ক

সদ্য ঘোষিত রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটিকে ‘পকেট কমিটি’ উল্লেখ করে তা প্রত্যাখান করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সমর্থিত ত্যাগী নেতাকর্মিরা।

- Advertisement -

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে এমন দাবি করা হয়েছে। এর আগেও একই বিষয়ে গত ২৫ জানুয়ারী সংবাদ সম্মেলন করে ঘোষিত ওই কমিটি বাতিলে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছিল।

- Advertisement -google news follower

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাউজান পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক ছৈয়দ মনজুরুল আলম। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ১৭ বছর সরকারের দোসর বিনা ভোটের এমপি ও তাদের ভাষায় নব্য ফেরাউন ফজলে করিমের আনুগত্য বাহিনীর হাতে জিম্মি ছিল।

এমপি ফজলে করিমের প্রত্যক্ষ নির্দেশে বিএনপির হাজার হাজার নেতাকর্মী হামলা মামলায় জর্জরিত হয়ে মানবেতর জীবনযাপন করছিল এবং শতাধিক নেতাকর্মী গুমের স্বীকার হয়।

- Advertisement -islamibank

এসব ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে উপজেলা ও পৌরসভার দুই সদস্য বিশিষ্ট নাম উল্লেখ করে পকেট কমিটি ঘোষণা করা হয়।

এদিকে রাউজান উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য প্রবাসী ইয়াছিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন এবং ফজলে করিমের অর্থনৈতিক কাজের যোগানদাতা হিসেবে ব্যপক পরিচিত ছিল। কিন্তু গোলাম আকবর খোন্দকারের আনুগত্য কমিটি সংবাদ সম্মেলনে তার জন্য মায়াকান্না করে তাদের আওয়ামী প্রীতি ও পূর্ণবাসনের বহিঃপ্রকাশ মাত্র।

রাউজানের প্রতিটি ইট ভাটা ব্যবসা প্রতিষ্ঠান পূর্বে আওয়ামী সন্ত্রাসীদের হাতে জিম্মি ছিলো। ৫ আগষ্টের পর চাঁদাবাজী বন্ধ হলেও গত কয়েকদিন ধরে আবারও চাঁদাবাজী শুরু হয়েছে এটা কার নির্দেশে হচ্ছে সেটা রাউজান বাসী সুস্পষ্ট ব্যাখ্যার দাবী জানাচ্ছে।

বক্তব্যে আরও বলেন রাউজানের ইতিহাসে সাম্প্রতিক সময়ে অন্যতম হৃদয় বিদারক ঘটনা ছিলো নোয়াপাড়ার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যাকান্ড ঘটে।

যার ভিডিও ফুটেজ হত্যাকারী সনাক্ত হওয়া সত্ত্বেও অদ্যাবধী কোন আসামী গ্রেফতার না হওয়া এবং মৃত্যুর দশদিন পরও মামলা গ্রহণ না রহস্যজনক। হত্যাকারীদেরও গ্রেফতারের দাবী জানান।

এসম উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ফিরোজ আহাম্মদ ও রাউজান উপজেলা যুগ্ন আহবায়ক নুরুলহুদা চেয়ারম্যান প্রমুখ।।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM