বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো সাবেক মেয়র লিটনের বাড়ি

দেশজুড়ে ডেস্ক :

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বাসভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

- Advertisement -

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু হয়।

- Advertisement -google news follower

খায়রুজ্জামান লিটনের তিনতলা বাড়িটি নগরের উপশহরে। বাড়িটি ভেঙে ফেলার সময় সেখানে ক্ষুব্ধ জনতাকে দেখা গেছে।

তারা বলছেন, দুর্নীতির টাকায় গড়া বাড়িটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হবে। বাড়িটি ভেঙে ফেলার সময় সেখানে কিছু উৎসুক মানুষকেও ভিড় করতে দেখা গেছে।

- Advertisement -islamibank

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবার নিয়ে আত্মগোপনে চলে যান খায়রুজ্জামান লিটন। পরিবারটি এখন ভারতে রয়েছে। রাজশাহীর বাড়িতে কেউই ছিলেন না।

শেখ হাসিনা সরকারের পতনের দিনই এ বাড়িতে হামলা হয়। এরপর থেকে ভবনটি পোড়োবাড়ির মতো দাঁড়িয়ে ছিল।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM