পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়ারিস্তানে জেলায় দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তুমুল গোলাগুলি হয়েছে। এতে একজন সেনা ও ১২ জন সন্ত্রাসী নিহত হয়েছে।
পাকিস্তানের মিডিয়া উইং বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, ৫-৬ ফেব্রুয়ারি উত্তর ওয়ারিস্তানের হাসান খেলের জেনারেল এলাকায় গোয়েন্দাভিত্তিক অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।
আইএসপিআর বলছে, অভিযানের সময় ১২ জন সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে। এ ছাড়া তুমুল গোলাগুলিতে ল্যান্স নায়েক মুহাম্মদ ইব্রাহিম নিহত হয়েছেন। অভিযানের সময় অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।
পাকিস্তানের মিডিয়ার উইংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সন্ত্রাসীদের নির্মূল করতে অভিযান অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে, বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে।
সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে, গত এক দশকে ২০২৪ সাল ছিল পাকিস্তানে সবচেয়ে প্রাণঘাতী বছর।
জেএন/পিআর